সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউপির যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন আনু পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে এ সংক্রান্ত লিখিত পদত্যাগ পত্র থেকে এ তথ্য জানা গেছে।
আনোয়ার হোসেন আনুর সাক্ষরিত পদত্যাগ পত্র থেকে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীরের সাংগঠনিক কার্যক্রমের ব্যার্থতার কারণে তিনি দলের পদ থেকে পদত্যাগ করেন।
সদ্য পদত্যাগকৃত যুবলীগের নেতা আনোয়ার হোসেন আনু জানান, ২০১৭ সালে পিরোজপুর ইউনিয়নে যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি হওয়ার পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতায় সংগঠনের কার্যক্রম ব্যহত হয়ে আসছে। আমি প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েও আজ পর্যন্ত সকল সদস্যকে এক সাথে কোনোদিন দেখতে পাইনি। আজ পর্যন্ত যতগুলো বর্ধিত সভা হয়েছে তার একটি সভাতেও কমিটি গুটি কয়েকজন ছাড়া বাকি সদস্যরা তাদের স্বেচ্ছাচারিতায় একত্রিত হয়নি।
তারা নিজেরাই একাধিক পদের দাবী করে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি করে আসছে। তাই আমি এই ব্যর্থ কমিটি থেকে পদত্যাগ করেছি। সেই সাথে আমি আমাদের উর্ধ্বতন নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অচিরেই এই কমিটি বাতিল করে একটি সুন্দর ও কার্যকরী কমিটি গঠন করতে সহায়তা করবেন।
এ ব্যাপারে পিরোজপুর ইউপি যুবলীগের সভাপতি জাকির হোসেন জানান, আমি এ বিষয়ে অবগত নই। আমি এখনো পর্যন্ত তার পদত্যাগপত্র পাইনি। পরবর্তীতে পদত্যাগপত্র পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর জানান, এ বিষয়ে আমাকে আনু ফোন দিয়েছিলো। সে ব্যক্তিগতভাবে কাউকে চাপে রাখার জন্য এ পদ থেকে পদত্যাগ করেছেন বলে আমাকে অবগত করেছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না