মতলব উত্তর ব্যুরো:
মতলব উত্তরে পবিত্র রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এর সময় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় সর্বমোট ৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায়সহ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। মঙ্গলবার (২৮মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে পবিত্র রমজান মাসে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ছেংগারচর বাজার ঘুরে নানা অনিয়ম পাওয়ায়দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের নেতৃত্বে বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ লস্কর, মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ’সহ সঙ্গীয় ফোর্স।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না