গজারিয়ায় মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ৫৪
গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি:
গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সংক্রান্ত বিষয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত (২৭ মার্চ) সোমবার দুপুরে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের আয়োজনে হাইওয়ে ফাঁড়ীর কম্পাউট এলাকায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
এ সময় বিভিন্ন যানবাহনের চালক, হেলপার, কন্ডাক্টার ও শ্রমিক সংগঠনের শ্রমিকদের মাঝে মহাসড়কে ট্রাফিক আইন মেনে শৃঙ্খলভাবে চলাচল ও অনাকাঙ্খিত নানা দূর্ঘটনাসহ সড়ক দূর্ঘটনা প্রতিরোধে নানা প্রশিক্ষণ প্রদান ও আলোচনা করা হয়। গজারিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ এ এস এম রাসেদুল ইসলাম এর সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন হাইয়ে পুলিশের সাব ইন্সপেক্টর রিয়াদুল ইসলাম, সাব ইন্সপেক্টর শফিউল ইসলাম, সার্জেন্ট মাহবুব হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মহাসড়কে শান্ত মেজাজে চালকদের যানবাহন চালাতে হবে। তবে প্রত্যেককেই যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। তাছাড়া সড়কে বিভিন্ন দূর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন শতভাগ মেনে চলতে হবে। এক্ষেত্রে বিভিন্ন আইন ও কৌশল পালনসহ তা বাস্তবায়ন করতে হবে। এ সময় হাইওয়ে পুলিশরা নানা বিষয়ে হাতে কলমেও প্রশিক্ষণ প্রদান করেন।