০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ক্রেনে আগুন রক্ষা পেলেন ড্রাইভার

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ৬১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুমন খান গজারিয়া মুন্সিগঞ্জ:

গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের একটি চলন্ত ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত (২৭ মার্চ) সোমবার দুপুর তিন টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের আনোয়ার সিমেন্ট সিটের সামনে ঢাকা মুখী লেনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের তৎপরতায় সাড়ে তিন টার দিকে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কুমিল্লা থেকে ছেড়ে আসা ক্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ওই ক্রেনে ইঞ্জিনে অতিরিক্ত হিট থাকার আগুন লেগেছে। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকে। তবে আগুনের পরিমাণ কম থাকায় ক্রেনে থাকা ড্রাইভার দূরত্ব থেকে নেমে সরে জায়। ড্রাইভার ক্রেন থেকে নামার পরপরই পুরো ক্রেনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছিলেন। ফলে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়ানো গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান। গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো: রিফাত মল্লিকের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি বলেন, ঢাকা মুখী ক্রেনের ইঞ্জিন অতিরিক্ত হিট হওয়ার কারনে আগুন ধরে গেছে, এমন খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।
আগুন লেগে ক্রেনের আনুমানিক ১৫,০০,০০০ টাকা ক্ষতি হয়েছে। ক্রেনে থাকা যন্ত্রপাতি যাহার মূল্য আনুমানিক ১০,০০,০০০ টাকার যন্ত্রপাতি উদ্ধার করা সম্ভব হয়েছে।
গজারিয়ায় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ এস এম রাসেদুল ইসলাম বলেন, ক্রেনে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। তবে ওই সময় ক্রেনের বাসচালক কিংবা চালকের সহকারীকে পাওয়া যায়নি। তাই আগুন লাগার সঠিক কারণ জানতে পারেননি। গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ক্রেনে আগুন রক্ষা পেলেন ড্রাইভার

আপডেট সময় : ১০:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুমন খান গজারিয়া মুন্সিগঞ্জ:

গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের একটি চলন্ত ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত (২৭ মার্চ) সোমবার দুপুর তিন টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের আনোয়ার সিমেন্ট সিটের সামনে ঢাকা মুখী লেনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের তৎপরতায় সাড়ে তিন টার দিকে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কুমিল্লা থেকে ছেড়ে আসা ক্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ওই ক্রেনে ইঞ্জিনে অতিরিক্ত হিট থাকার আগুন লেগেছে। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকে। তবে আগুনের পরিমাণ কম থাকায় ক্রেনে থাকা ড্রাইভার দূরত্ব থেকে নেমে সরে জায়। ড্রাইভার ক্রেন থেকে নামার পরপরই পুরো ক্রেনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছিলেন। ফলে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়ানো গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান। গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো: রিফাত মল্লিকের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি বলেন, ঢাকা মুখী ক্রেনের ইঞ্জিন অতিরিক্ত হিট হওয়ার কারনে আগুন ধরে গেছে, এমন খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।
আগুন লেগে ক্রেনের আনুমানিক ১৫,০০,০০০ টাকা ক্ষতি হয়েছে। ক্রেনে থাকা যন্ত্রপাতি যাহার মূল্য আনুমানিক ১০,০০,০০০ টাকার যন্ত্রপাতি উদ্ধার করা সম্ভব হয়েছে।
গজারিয়ায় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ এস এম রাসেদুল ইসলাম বলেন, ক্রেনে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। তবে ওই সময় ক্রেনের বাসচালক কিংবা চালকের সহকারীকে পাওয়া যায়নি। তাই আগুন লাগার সঠিক কারণ জানতে পারেননি। গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন