জাতি যখন দিশেহারা তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দেন : মুহাম্মদ গিয়াসউদ্দিন
- আপডেট সময় : ০৯:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ৬২
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ১৯৭১ সালের এই দিনে দেশ যখন কঠিন মুহূর্তে ছিল, জাতি যখন দিশেহারা তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাইকে স্বাধীনতার ডাক দেন। তার ডাকে সবাই যুদ্ধে অংশগ্রহণ করে। তাই আজকের এই দিনে সবাই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। যে ল্য ও উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল, আমি নিজেও মুক্তিযুদ্ধ করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠী থেকে দেশকে মুক্ত করে দেশে গণতান্ত্রিক অধিকার কায়েম করা। ওই দেশকে স্বাধীন করতে ৯ মাস রক্তয়ী যুদ্ধ করে আমাদের যে ত্যাগ তিতিা করতে হয়ে তা সবারই জানা। কিন্তু স্বাধীনতার এত বছর পরও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা নেই, আইনের শাসন নেই। যা আমাদের জন্য দু:খজনক।
রোববার (২৬ মার্চ) দুপুরে স্বাধীনতা দিবস উপলে সিদ্ধিরগঞ্জের হীরাঝিলসএলাকার বিএনপির অস্থায়ী কার্যালয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের জনপ্রিয় নেতা তারেক রহমান। এই সরকার বিভিন্ন মিথ্যা মামলা, গ্রেফতার দেখিয়ে আমাদের দমিয়ে রাখার চেষ্টা করছে। এই সরকারের দু:শাসনের কারণে আজ সব জিনিসপত্রের দাম বেশি। জিনিসপত্রের অতিরিক্ত দামের কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মাহে রমজানেও তারা শান্তিতে রোজা রাখতে পারছে না। জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ নার্ভিশ্বাস হয়ে উঠেছে। সাধারণ মানুষের জন্য শুধু বিএনপি আন্দোলন করে যাচ্ছে। এই স্বৈরশাসকের অবসান ঘটানো না পর্যন্ত বিএনপি এই আন্দোলন সংগ্রাম করেই যাবে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও থানা বিএনপির আহ্বায়ক কমটির সদস্য এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-আহ্বায়ক আকবর হোসেন, আবুল হোসেন, সদস্য এস,এম, আসলাম, শ্যামল আনোয়ার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ করিম, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা ও সাধারণ সম্পাদক শরিফ হোসেন প্রমূখ।