এনায়েত করিম রাজিব:
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে র্যালী, পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত। রোববার, ২৬ মার্চ সকালে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ও সহযোগী সংগঠনের নেতা কর্মীর সমন্বয়ে আওয়ামী লীগ কার্যলয় থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নব্বই রশি বাসস্টান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে স্থানীয় এমপির পক্ষে মাল্যদানসহ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন পৃথক পৃথক পুষ্পমাল্য অর্পন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আয়োজিত এ র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম. এমদুল হক বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মোহাম্মদ ইখতিয়ার হোসেন দিলাল, যুগ্মসাধারন সম্পাদক মোহাম্মদ হারন-অর রশিদ, যুগ্মসাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও মৎস্যজীবী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না