লৌহজংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ
- আপডেট সময় : ০৮:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ৬৩
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে বেলা ১২টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল।
উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, পয়শা কারামাতিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আহমাদুল্লাহ খান, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ব্রাহ্মণগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মো. খরসু, লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিলাল ফেরদৌস, লৌহজং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপেন্দ্র চন্দ্র দাস, পয়শা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সহ প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।