সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.একে.এম শামীম ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আয়োজন করেছেন সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব মো: সাদ্দাম হোসেন।
বৃহস্পতিবার রাতে নাসিক ৬ নং ওয়ার্ডের আদমজী বাইতুল আকসা ওলূম মাদ্রাসার ছাত্রদের ও কোরআনে হাফেজদের দিয়ে শামীম ওসমানের সুস্থতার জন্য দোয়া পড়ানো হয়।
এদিকে শুক্রবার বাদ জুম্মা সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার বেশ কয়েকটি মসজিদে সাদ্দাম হোসেনের উদ্যোগে সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনায় দোয়ার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের ১ম যুগ্ম আহবায়ক ইলিয়াছ মোল্লা, সদস্য শেখ পারভেজ হোসেন জিতু, মো: ইদ্রিস হাসান মোল্লা, আব্দুর রহমান নয়ন, মো: রবিউল ইসলাম,মো: মফিজ, মো: দেলোয়ার হোসেন, মো: কামাল, বাদশা, আকাশ,হিমেল, সাব্বির, রুবেল, রাজু, সোহাগ, সাকিল প্রধান, নিলয় মোল্লা, সারোয়ার ও রিপনসহ মাদ্রাসা ও মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না