নাজিম উদ্দিন রানা:
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার তাঁর ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার দুই শতাধিক মসজিদের চার শতাধিক ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। শুক্রবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে মেয়রের বাসভবন প্রাঙ্গণে ‘জনতার ঘরে’ এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, টুমচর ইসলামীয়া ফাজিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ হারুন আল-মাদানি, লক্ষ্মীপুর দারুলউলুম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভুলু প্রমুখ। আলোচনা শেষে দেশের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
মেয়র মাসুম ভূঁইয়া বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে সামাজিকভাবে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা। এছাড়া আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক শ্রেণীর গুজব রটানোকারিরা গ্রাম-গঞ্জে আওয়ামী লীগ সরকারের দুর্নাম রটাচ্ছে। সেদিকে ইমাম-মুয়াজ্জিনরা মসজিদে সাধারণ মুসল্লীদের গুজব থেকে সর্তক করতে বলছেন। এবং ইসলামের সঠিক ব্যাখা দিতে বলছেন।
ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমাদের দেশের একটি চক্র আছে তারা রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাপোড়া করছে। সেদিকে সাধারণ মানুষকে সর্তক করতে হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না