লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। “মুজিব বর্ষের অঙ্গিকার কৃষি হবে দুর্বার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২২-২৩ চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা পরিষদে কৃষক ও কৃষানীর মাঝে পেঁয়াজ ও সরিষা বীজ বিতরণ করা হয়।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত বিতরণী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরীফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না