বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ মোশারফ মৃধা (৪২) নামে এক প্রতারককে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। বৃহস্পতিবার, ২৩ মার্চ দুপুরে বাগেরহাট সদরের রাহাতের মোড় সংলগ্ন বিলাশ হোটেলের চতুর্থ তলার ৭ নং কক্ষে অভিযান চালিয়ে ১৮ টি ১০০০ টাকার জাল নোট,জাল নোট তৈরির সরঞ্জাম সহ আটক করে ওই প্রতারককে।
জেলা পুলিশ মিডিয়া সেল এর প্রধান সমন্বয়কারী এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা পুলিশের একটি গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের প্রানকেন্দ্র রাহাতের মোড় সংলগ্ন বিলাশ হোটেলে অভিযান চালিয়ে ১০০০ টাকার ১৮ টি জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম সহ পিরোজপুর জেলার মোশারেফ মৃধাকে আটক করে।পরবর্তী আইনগত ব্যাবস্হা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না