বাগেরহাট প্রতিনিধি:
বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র্যালি ও উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাব থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসানের সভাপতিত্বে প্রেক্ষিত জলবায়ু পরিবেশগত অবক্ষয় বিষয়ক উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, মোংলা আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আবহাওয়াবিদ মো: হারুনুর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ইমরান হোসেন, মেরিন ফিসারিজ অফিসার তুলি মূখার্জী, কৃষী সম্প্রসারন কর্মকর্তা নূরএ জান্নাত, ক্যাবের সভাপতি বাবুল সরদার, ষাটগম্বুজ ইউনিয়ানের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও ইউকাট সদস্যরা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না