গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি:
গজারিয়ায় রাস্তা-ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ মার্চ) দুপুর ৩ টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অপরাধী হলেন, ভবেরচর হাসপাতাল রোড় এলাকার আব্দুল জলিল। অভিযান পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জি এম রাসেদুল ইসলাম ঢাকা প্রতিদিনকে জানান, অবৈধভাবে রাস্তা-ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায়। বাংলাদেশ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ ধারা অনুযায়ী জড়িতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) জি এম রাসেদুল ইসলাম আরো জানান গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে রাস্তা-ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না