সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখল মুক্ত সার্ভিস সড়ক
- আপডেট সময় : ০৯:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / ৬৬
সিদ্বিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন হাইওয়ে পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় সার্ভিস সড়কে। সড়কটি দখল কওে দোকানপাট বসিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়েছিল।
অভিযানের নেতৃত্বে থাকা হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) একেএম শরফুদ্দিন জানান, আসছে পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখাতে অভিযান চালানো হয়েছে। দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে নির্মিত সার্ভিস সড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট গড়ে তুলায় আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকার যানবাহন চলাচল বিঘ্নিত ছিল। সড়কটি দখলমুক্ত হওয়ায় অনায়াসে যান চলাচল করতে পারবে।
অভিযান শেষে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরকার উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সড়কটি দখলমুক্ত রেখে যানচালাচল সচল রাখতে পুলিশ কঠোর নজরধারী থাকবে।