আমির হোসেন,ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে ৬টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। আগুন নেভাতে তাড়াহুড়োয় অন্তত ৫ জন আহত হয়েছে।
বুধবার (২২মার্চ) ভোররাতে রাজাপুর উপজেলার নৈকাঠি বাজারের পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা জানান, রাতে কবিরের চায়ের দোকানে আগুন জ্বলতে দেখে পাহারাদাররা তাদের খবর দেন। খবর পেয়ে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে কবির খানের চায়ের দোকান, বাদলের কনফেকশনারী, শরিফুল ইসলামের ওয়ার্কসপ, নুরুজ্জামানের হোটেল, মোস্তফার হোটেল, প্রবীরের মোদি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
শেষ সম্ভবটুকু হারিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অসহায় হয়ে পড়েছেন। উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, ‘‘কেহ বলতেছে মশাল কয়েল বা চুলা থেকে; আবার কেহ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিন্ত আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা যায়নি। তিনি জানান, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয় কিন্তু ততক্ষনে ৬ টি দোকান পুড়ে যায়। তবে আশপাশের বসতঘর ও দোকানপাট রক্ষা করতে সক্ষম হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না