এনায়েত করিম রাজিব,বাগেরহাট:
প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে আরও ১৩৭ টি ভূমিহীন পরিবারকে জমির মালিকানাসহ সেমিপাকা ঘর পেয়েছে। আজ ২২ মার্চ (বুধবার) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করেন। এর পর মোরেলগঞ্জে ১৩৭ টি ভূমিহীন পরিবারকে জমির মালিকানাসহ ঘরের চাবি হস্থান্তর করা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্লাযান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, উপ-সহকারী প্রকৌশলী শুভংকর মন্ডল এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মোরেলগঞ্জে ইতোমধ্যে ২৫০টি পরিবারকে জমিসহ নিরাপদ আবাসনের চাবি হস্তান্তর করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না