মাহমুদ হাসান রনি:
দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানে ২শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ, জনাব এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) রাম প্রসাদ সরকার, এএসআই (নিঃ) মোঃ বশির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী জয়নগর স্কুলপাড়া হতে পৌর এলাকার শান্তি পাড়ার জসিম উদ্দিনের ছেলে নাদিম(২৪) কে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে ২শ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না