সুনামগঞ্জ প্রতিনিধি:
জগন্নাথপুরে ২টি গরুসহ ১৪ মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২০মার্চ সোমবার সকাল ১০ টায় আসামীর নিজবাড়ি গন্ধবপুর থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী গন্ধবপুর গ্রামের মৃত ইদ্রিছ উল্লার পুত্র ওয়াহিদ মিয়া।
জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩টায় জগন্নাথপুর থানার কড়ছই গ্রামের মোঃ বাদশা মিয়ার বসত বাড়ীর গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এ বিষয়ে মো. বাদশা মিয়া ২০মার্চ সোমবার জগন্নাথপুর থানায় গরু চুরির অভিযোগ দায়ের করলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে মামলার তদন্তকারী অফিসার এসআই মো. জিন্নাতুল ইসলাম তালুকদার অভিযোগ দায়েরের ৩ ঘন্টার মধ্যেই অভিযান পরিচালনা করে গরুচুরিসহ বিভিন্ন মামলার আসামী ওয়াহিদ মিয়া (৬০) কে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, গরু চুরির অভিযোগ দায়েরের ৩ ঘন্টার মধ্যেই জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করে আসামীকে আটক করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে গরুচুরি, ডাকাতি, অস্ত্রসহ মোট ১৪টি মামলা রয়েছে। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না