চাটখিল প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
- আপডেট সময় : ০৬:২৫:০১ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ৭০
মোজাম্মেল হক লিটন:
নোয়াখালীর চাটখিল প্রেস ক্লাবে শুক্রবার (১৭ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস কেক কেটে উদযাপন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠান চাটখিল প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার সম্পাদক নুর আলম, চাটখিল প্রেস ক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক গুলজার হোসেন সৈকত, অর্থ-সম্পাদক জসিম মাহমুদ, প্রেস ক্লাবের সদস্য মনির হোসেন (দৈনিক খবর), মোজ্জামেল হক লিটন (নাগরিক ভাবনা), সাঈদ মোহাম্মদ তুষার (গনকন্ঠ), রুবেল হোসেন (বর্তমান আলো), সাংবাদিক সাইফুল ইসলাম বাবর (মানবকন্ঠ), ইলিয়াস কাঞ্চন (ভোরের চেতনা), আলমগীর হোসেন হিরু (পূর্বশিখা)।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোজানাত পরিচালনা করেন চাটখিল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক দীন মোহাম্মদ (স্বাধীন মত)।