মোরেলগঞ্জে তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৫:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ৫৮
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৯মার্চ) সকালে দিনটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা ও পৌর তাঁতী লীগের নেতাকর্মীরা।
পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা তাঁতী লীগের সভাপতি হাসানুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক এইচ এম শহিদুল ইসলাম পৌর তাঁতীলীগের সভাপতি এ্যাডঃ খাঁন আমজাদ হোসেন সাধারণ সম্পাদক আরিফ তালুকদার ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা তাঁতীলীগ ও পৌর তাঁতী লীগের ১৬ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা। এছাড়া সন্ধ্যায় উপজেলা ও পৌর তাঁতীলীগের অস্হায়ী দলীয় কার্যালয়ে তাঁতী লীগের আয়োজনে দিনটি উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।