রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে নেত্রকোনা জেলা ও উপজেলা পর্যায়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আগামী (২২ মার্চ) বুধবার সারাদেশের ন্যায় 'ক' শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নেত্রকোনা জেলার ৯টি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী ৩য় পর্যায়ের অবশিষ্ট ৫৯৬টি এবং ৪র্থ পর্যায়ের ৪৭১ টি সহ মোট ১,০৬৭টি পরিবারের অনুকূলে গৃহ হস্তান্তর করবেন। একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হবে।
এ উপলক্ষ্যে আজ সোমবার (২০ মার্চ) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২২ মার্চ ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম প্রেস ব্রিফিং করেন। এসময় বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস বাবুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। এ উপলক্ষ্যে জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুম, বারহাট্টায় সকাল ৯:০০টা হতে স্থানীয়ভাবে অনুষ্ঠান শুরু হবে। পরে ১০:৩০ টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় বারহাট্টা উপজেলার ৬০টি উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করবেন।
তিনি আরও বলেন, উক্ত অনুষ্ঠানে বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগীগণ উপস্থিত থাকবেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না