শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে দেশ : আবু সাঈদ
- আপডেট সময় : ০৪:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ৫১
ষ্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি, উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলহাজ্ব আবু সাঈদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতার ফলে খেলাধুলায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশে খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
শনিবার (১৮ই মার্চ) সারাদিনব্যাপী সিরতা ইউনিয়নের প্রফিসেন্ট মডেল স্কুল, সূর্যোদয় মডেল কেজি স্কুল, আনন্দীপুরে রশি টানাটানি, ভবানীপুর গ্রামে ফুটবল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় চেয়ারম্যান সাঈদ বলেন, প্রধানমন্ত্রী বিশ্বে বাংলাদেশের ক্রিকেট দলের মত সকল খেলাকেই জনপ্রিয় করতে চায়। তিনি চান দেশের সোনার ছেলেরা ক্রিকেটের মত টাইগার হয়ে সবধরনের খেলায় সারা দুনিয়া কাঁপিয়ে তুলুক। তাই তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে তগিদ দিচ্ছেন।
প্রফিসেন্ট মডেল স্কুল, সূর্যোদয় মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, আনন্দীপুরে রশি টানাটানি খেলার আয়োজকবৃন্দ ভবানীপুর গ্রামে ফুটবল খেলার আয়োজকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি চেয়ারম্যান আলহাজ্ব আবু আবু সাঈদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান আবু সাঈদ। এসময় শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ দিতেও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন-ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব ফেরাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য জাতীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।