রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের বারান্দায় মানসিক ভারসাম্যহীন এক তরুণী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের বারান্দায় ওই তরুণী এক কন্যা সন্তান প্রসব করে। খবর পেয়ে প্রশাসনের তত্ত্বাবধানে প্রসূতি ও নবজাতককেচিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গাগলাজুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক আহমেদ সিদ্দিকী জনান, গত ৩-৪ মাস আগে মানসিক ভারসাম্যহীন ওই তরুণী কোথায় থেকে এসে করাচাপুর বাজারে আশ্রয় নেয়। তার নাম ঠিকানা কিছুই আমরা জানি না। তার বয়স আনুমানিক ২৫ বছরের কাছাকাছি হবে। বাজারে ঘুরে ঘুরে মানুষের ফেলে যাওয়া খাবার কুড়িয়ে খেত। অনেক সময় বাজারে দোকানি কিংবা এলাকার লোকজনও তাকে খাবার দিত। গত ১৫-২০ দিন আগে তরুণীটি করাচাপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের বারান্দায় গিয়ে আশ্রয় নেয়। গত শুক্রবার রাতে মানসিক ভারসাম্যহীন ওই তরুণী একটি কন্যা সন্তান প্রসব করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে জানানো হলে তিনি প্রশাসনের লোক পাঠিয়ে তরুণী এবং তার নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
মোহনগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতক ও তার মা দুজনেই এখন সুস্থ আছে। মেয়েটি যেহেতেু মানসিক ভারসাম্যহীন, তাই সে নিজের নাম পরিচয় বলতে পারে না। তার পরিচয় খোঁজা হচ্ছে। পরিবারের খোঁজ পেলে তাদের হাতে তাকে বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না