প্রতিদিনের নিউজ:
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও অভিভাবক-সুধীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মাচর্) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণী জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে ৯ম শ্রেণীর এবং এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে একাদশ ও দ্বাদশ শ্রেণী, এইচ এস সি(ভোকেশনাল) শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয় ।
নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল (ভোকেশনাল) স্কুল ও কলেজর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক (ভোকেশনাল) যুগ্ন সচিব কারিগরি শিক্ষা অধিদপ্তর মো. সালাহউদ্দিন আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আহসানুল হাবিব খান ভারপ্রাপ্ত অধ্যক্ষ (মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ), মো. হাফিজুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ গজারিয়া স্কুল ও কলেজ, শেখ মো.রুহুল আমিন ইকুইপমেন্ট আফিসার, সেন্ট্রাল ষ্টোর কাম সার্ভিস ওয়ার্কশপ।
সম্মানিত সুধীজন ও অভিভাবকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলম, সভাপতি মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন, হাজী মোহাম্মদ ইসমাঈল মিয়া, অ্যাডভোকেট শাহজাহান মোন্ডল, মো.শাহজাহান সরকার সভাপতি নারায়ণগঞ্জ জেলা সম্মিলিত নাট্য জোট কর্মী, মো. ইয়াছিন মিয়া ও মো. মাহাতাব হোসেনসহ প্রমূখ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছাসহ (সরকারি ভাবে) ২০২৩ প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক ১জন, শ্রেষ্ঠ কর্মচারী ১জন সহ ক্রীড়া সংস্কৃতি ও মেধা এই তিন ক্যাটাগরিতে মোট ১৩৭ জনকে সম্বর্ধনা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, এক সময় টেকনিক্যাল খাত অন্ধকারে ছিল। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ২০১৭ সালে প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে গ্রহণ করেন। যেখানে বাংলাদেশের ৬৪ টি জেলায় ১৯৩টি উপজেলায় আন্তঃ ১টি করে পলিটেকনিক্যাল স্কুল থাকবে। যেখানে ৬ষ্ঠ শ্রেণি থেক দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হবে কারিগরি শিক্ষার উপর। প্রতিটি জেলায় ১টি করে সরকারি টেকনিক্যাল (ভোকেশনাল) স্কুল ও কলেজ হবে।প্রতিটি বিভাগে একটি করে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবে যা ভার্সিটি লেভেলের। এটা হচ্ছে বর্তমান সরকারের টেকনিকাল উদ্যোগ ২০১৭ সালের। ৬৪টি জেলায় একটি করে যে টেকনিকেল (ভোকেশনাল)রয়েছে প্রতিটির জন্য একটি করে ৬তলা ভবন নির্মাণের জন্য বরাদ্দ করেছে সরকার। ভবন নির্মাণ কাজ আমাদের এই টেকনিক্যাল স্কুলে চলমান।
নবীনবরণ অনুষ্ঠানে অধ্যক্ষগন কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ ও ধর্মিয় আচার আচরণ যথাযথ অনুসরণের তাগিদ দেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না