আমির হোসেন, ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার আসর বাদ উপজেলার দপদপিয়া ইউনিয়ন সংলগ্ন সুগন্ধা নদীতে ভাসমান একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে নদী থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া যুকের লাশের গায়ে পাঞ্জাবি ও তার দাড়ি দেখে বোঝা যাচেছ ব্যক্তিটি মাঝ বয়সী হবেন। এসময় তার পাঞ্জাবির পকেটে কিছু টাকা ও একটি টুপিও পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বিকেলে আছর নামাজ বাদ যখন মুসল্লীরা নদীরপাড় সংলগ্ন মসজিদ থেকে বের হচেছন তখন নদীতে ভাসমান লাশটি দেখতে পেয়ে নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, নদীতে ভাসমান অবস্থায় একটি মাঝ বয়সী ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। লাশটি শনিবার (১৮মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে তার মৃত্যুর কারন জানা যাবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না