ত্রিশাল পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
- আপডেট সময় : ১০:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
- / ৫৯
আরিফ রববানী, ময়মনসিংহ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে ত্রিশাল পৌরসভা হলরুমে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌরসভার তিনবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ। এসময় তিনি বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অবিসংবাদিত এ নেতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি হিসাবে গর্ব করতে করতে পারি। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভার আগে পৌর পরিষদ এবং আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।