মোক্তার হোসেন:
দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন ,শপথ বাক্য পাঠ, এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করে শিক্ষার্থীরা মাঠে ডিসপ্লে প্রর্দশনী করে মনোমুগ্ধকর করে তোলে। পরবর্তীতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ইসমাইল হোসেন বাবলুর সভাপতিত্বে ২ দিন ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান মাওঃ এ কে এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সভাপতি মার্জন আলী ঢালী ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি ইসমাইল হোসেন বাবলু, তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলার নৈপূণ্যতা অর্জন করতে হবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের অলঙ্কার স্বরূপ। খেলাধুলা জীবন গঠনে ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে থাকে। তাই খেলাধুলার কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সুপার মাওঃ এ কে এম আজহারুল তিনি প্রতিযোগীদের উদ্দেশ্য বলেন, জয় পরাজয় খেলার মূখ্য উদ্দেশ্য নয় জয় পরাজয়ের হাত ধরে প্রতিযোগিতা সৃষ্টি এবং প্রতিযোগীতার ফলে খেলার মান উন্নয়নে একে অপরের জানার সুযোগ হয়।
সহকারী শিক্ষক আব্দুর রউফের সঞ্চালনায় ও বি,পি,এড শিক্ষক মোক্তার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রধান উপদেষ্টা এ কে এম আজহারুল ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহ সুপার আব্দুল খালেক, মাওঃ আব্দুল হক, মাওঃ আব্দুস সালাম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম আব্দুস সালাম সহকারী শিক্ষক, ক্বারী নূরুল হক,সহ শিক্ষক সাবিনা ইয়াসমিন, মাওঃ সাজ্জাদুল ইসলাম,
সহ শিক্ষক বাবু কুমারেশ চন্দ্র, মাকসুদুর রহমান, মাহফুজুর রহমান, রহিমা খাতুন, মনিরুজ্জামান মনির, ও সালেক সহ অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠান শেষে সভাপতি ও শিক্ষকবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না