রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেফতার-২
- আপডেট সময় : ০৯:৪১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ৬০
বাগেরহাট প্রতিনিধি:
খুলনা র্যাব-৬ এর অভিযানে খুলনা র্যাব-৬ এর অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক তার উদ্ধার চোর চক্রের ২ জন গ্রেফতার র্যাব এক প্রেস ব্রিফিং জানান, এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
বাগেরহাট জেলার রামপাল ১৩২০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী পাওয়ার প্ল্যান্ট একটি গুরুত্বপূর্ন অবকাঠামো। এই অবকাঠামো হতে কিছু অসাধু কর্মচারী ও অসাধু ব্যক্তিদের সহায়তায় বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরি করে ক্রয় বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল চোরচক্র গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ১৫ মার্চ ২০২৩ তারিখ বিকেলে র্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন কাতিয়ানাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য মোঃ নাছির(৫০), থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, আয়নাল(৬২), থানা-সোনাডাঙ্গা, জেলা-কেএমপি খুলনাদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে হতে চুরি হওয়া ৩৭২ কেজি বৈদ্যুতিক তার উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করত আসামীদ্বয়ের বিরুদ্ধে একটি চুরি মামলা রুজুর করা রয়েছে।