ভোলাহাটে মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠান
- আপডেট সময় : ০৭:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ৬৩
মোঃ শাহাদাত হোসেন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা মডেল মসজিদ সরাসরি গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম।
আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, ও অন্যান্য ব্যক্তিবর্গ। এর আগে দুই ধাপে ১০০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়াও থাকবে হজ গমনেচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক কার্যক্রম এবং ইসলামী দাওয়াত, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং মসজিদের সঙ্গে দেশি ও বিদেশি অতিথিদের বোর্ডিং সুবিধা।