আশরাফুল হক, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শ্বশুর বাড়ির গাছে ঝুলছে সাজু মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ। বৃহস্পতিবার(১৬ মার্চ) দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত যুবক সাজু মিয়া ওই গ্রামের রমজান আলীর জামাতা এবং রংপুর শহরের রোজা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শ্বশুর বাড়ির লোকজন কাজের সুবাদে ঢাকায় থাকতেন। এ কারনে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুর রমজান আলীর বাড়ি বড়খাতা আদর্শপাড়া গ্রামে বসবাস করতেন সাজু মিয়া। সাম্প্রতি সময় একমাত্র সন্তানকে নিয়ে তার স্ত্রীও রাজধানী ঢাকার চলে যায়। তার অমতে যাওয়ায় বাড়িতে একা হয়ে পড়েন সাজু মিয়া। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে প্রতিবেশীরা বাড়ির পাশে একটি গাছের মগডালে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লালমনিরহাট হাতিবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আপাতত অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না