সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ৫৭
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ প্রতিদিন ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার, ১৫ মার্চ বিকাল ৪ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সস্থ তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহীনে সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদ, সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তাফা, হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ শরফুদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসাইন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর, বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগম, রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন, প্রকৌশলী ইয়াছিন মিয়া, সাংবাদিক হাসান মজুমদার বাবলু, এসকে মাসুদ রানা, মোঃ ফারুক হোসেন, শওকত হোসেন, সাহাদাত হোসেন, সোহেল রহমান, জাকির হোসেন, সোহেল রানা, আমির হোসেন, কামরুল হাসান, এম এইচ সৈকত, ব্যবসায়ী মো, জালাল উদ্দিন, তারা মিয়া, যুবলীগ নেতা হুমায়ুন কবির, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা খন্দকার মানিক মাস্টার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন ছাড়া আমাদের দেশে এত অল্প সময়ে কোনো পত্রিকা এতটা পাঠক প্রিয়তা অর্জন পারেনি। যা বাংলাদেশ প্রতিদিন অল্প সময়ে অর্জন করেছে। বাংলাদেশ প্রতিদিন শুধু প্রিন্ট ভার্সনেই এগিয়ে নয় এটি এখন অনলাইনেও পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশ প্রতিদিন প্রচার সংখ্যার দিক থেকে শীর্ষে অবস্থান করছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে এ পত্রিকা কোন ছাড় দেয় না। সবার আগে সব ধরনের খবর আমরা বাংলাদেশ প্রতিদিনের মাধ্যামে পেয়ে থাকি।