গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
নিরাপদ জ্বালানী' ভোক্তাবান্ধব পৃথিবী" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গজারিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসউপলক্ষে এক বর্ণাঢ্য রেলি, আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার, (১৫ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহফুজ (পলক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এ এস এম রাসেদুল ইসলাম, থানার ওসি তদন্ত মুক্তার হোসেন, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান,ভবেরচর ইউনিয়ন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাঈদ মোহাম্মদ লিটন, ইমামপুর ইউনিয়ন এর চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, টেঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী,হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু,উপজেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন জরুরি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষই ভোক্তা। সঠিক দাম ও পরিমাপে মানসম্মত পণ্য পাওয়া সবার অধিকার। ভোক্তার অধিকার রক্ষায় সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রণয়ন করেছে। ব্যবসায়ীদের ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে। নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রী এবং পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ ঘষামাজা পরিহার করতে হবে। পণ্যের মোড়কের তথ্যের সঙ্গে পণ্যের মানের মিল থাকা আবশ্যক। মানুষ সচেতন হলে এ বিষয়ে প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না