রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী নগরীকে পরিচ্ছন্নতা ও সবুজায়নকে "ম্যাজিক " আখ্যায়িত করেছেন ইউএনডিপি ডিএফটি এবং ডব্লিউএফপি প্রতিনিধিরা। এর আগে ১৪ মার্চ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, অস্ট্রেলিয়া ডিপার্টমেন্ট অফ ফরেন আফেয়ারস অ্যান্ড ট্রেড (ডিএফটি),ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট(ইউএনডিপি)ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্র্যাম (ডাব্লিউএফপি) প্রতিনিধিবৃন্দ।
প্রতিনিধিবৃন্দরা নিয়েছেন,রাজশাহী নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতায় ভরা। এখানে এসে তাদের অনেক ভালো লেগেছে। এজন্য রাসিক মেয়র কে অভিনন্দন জানিয়েছেন তারা।
রাসিক মেয়র বলেছেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার জন্য ২০০৯ সালে রাত্রিকালীন বর্জ্য ও আবর্জনা অপসারণ কার্যক্রম চালু করেছিলাম। পরবর্তীতে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং, মসজিদের ইমামদের মাধ্যমে জনসচেতনা সৃষ্টিসহ নানাবিদ পদক্ষেপের কারণে আজ রাজশাহী নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না