চাটখিলে পরিবেশ রক্ষায় অবৈধ পোল্ট্রি ফার্ম অপসারণ দাবি
- আপডেট সময় : ০৯:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ৬০
মোজাম্মেল হক লিটন:
নোয়াখালীর চাটখিল উপজেলার আবু তোরাব নগরে পরিবেশ রক্ষা অবৈধ পোল্ট্রি ফার্ম অপসারণের দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন। গতকাল সোমবার বিকেলে এলাকাবাসীর পক্ষে স্থানীয় মো.আব্দুর রহমান চৌধুরী এই আবেদন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র কাছে জমা দেন।
লিখিত আবেদনে জানা যায়, আবু তোরাব নগরের ব্যাপারী বাড়ির আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল রহিম গোডাউন করবে জানিয়ে বসবাসকৃত বাড়ি ও ঘরের সামনে একটি নতুন ঘর নির্মাণ করে। পরে সেই ঘরে তিনি পোল্ট্রি ফার্ম দেন এবং ফার্মের বর্জ্য ২০ পরিবারে ব্যবহৃত পুকুরে ফেলার ব্যবস্থা করে। এতে পরিবেশ দূষণ হয়ে বসত বাড়িতে বসবাস করার উপযোগী হারাচ্ছে। বর্জ্যের গন্ধে বাতাসে মিশে বৃদ্ধ ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে।
অন্যদিকে এই পোল্ট্রি ফার্ম নির্মাণে পরিবেশ অধিদপ্তর থেকেও কোনো অনুমতি নেওয়া হয়নি। পোল্ট্রি ফার্মের মালিক আব্দুর রহমান আইনকানুন মানে না তার বাবা আব্দুল কাইয়ুম ও সামাজিক অপরাধের দায়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন।
তাই এলাকাবাসী অবৈধ পোল্ট্রি ফার্ম অপসারণের জন্য জোর দাবি জানিয়ে লিখিত আবেদন করেন। এই ব্যাপারে পোল্ট্রি ফার্মের মালিক আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের জন্য তিনি প্রেসিং করতেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া মঙ্গলবার দুপুরে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে দায়িত্ব দেওয়া হয়েছে।