মান্নান সরকার,তারাকান্দা:
ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িসহ ৮ জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে,সোমবার দিনগত রাতে তারাকান্দা থানার এস.আই রায়হানুর রহমান,জিল্লুর রহমান,এ.এস.আই আল মামুন,তানভীর আহম্মেদ সঙ্গীয় ফৌর্সসহ অভিযান চালিয়ে উপজেলার গোপিনাথপুর গ্রামে জুযার আসর থেকে মোনায়েম খানের পুত্র কাজল খান (৩৭),রফিকুল ইসলামের পুত্র নাজিম উদ্দিন (২২),ফজলুল হকের পুত্র দুলাল মিয়া (৪২)ও মেহের উদ্দিনের পুত্র কাজল মিয়া (৪০)। এছাড়াও
নিয়মিত মামলায় কোনাপাড়া গ্রামের ফজল হকের পুত্র সেলিম মিয়া (২১),পাথারিয়া গ্রামের তহির উদ্দিনের পুত্র মামুন (২১),বারইপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র রুবেল মিয়া (৪০) ও কলহরী গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র নুরুল আমিন (৩০)কে গ্রেপ্তার করা হয়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,ধৃত আসামীদের মাঝে ৪ জনকে জুয়া আইনে ও অন্য আসামিদের নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না