আশরাফুল হক, লালমনিরহাট:
লালমনিরহাটে ছোমেদ আলী (৫৯), নামের এক রিক্সাওয়ালার ঘরবাড়ি ভাংচুর ও তার স্ত্রী-ছেলেকে মারপিটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রিক্সাওয়ালা ছোমেদ শহরের বানভাসা মোড় মসলা গবেষনা উপকেন্দ্র সংলগ্ন এলাকার মৃত জোনাব আলীর ছেলে। মঙ্গলবার (১৪ মার্চ) লালমনিরহাট সদর থানায় ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও স্ত্রী-ছেলেকে মারপিটের অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রিক্সা চালক ছোমেদ আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের সামান্য জমিতে ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন ছোমেদ। গত ৫-৬ দিন আগে ছোমেদের রিক্সা বাড়িতে উঠানোর ও নামানোর রাস্তায় খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন প্রতিবেশী হাবিব (২৮)। এরই জেরে সোমবার রাত ৯ টার দিকে প্রতিবেশী হাবিব ও ঐ এলাকার আনোয়ার (৩৫), আঃ কালাম (৪০), কালামের স্ত্রী রুবি বেগম (৩২), রুবেল (২৫) সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে রিক্সাচালক ছোমেদের বাড়িতে অতর্কিত হামলা চালায় ও রিক্সাচালকের দুইটি টিনের ঘরে ভাংচুর করে অভিযুক্তরা। ঐ সময় রিক্সাচালকের স্ত্রী আসমা বেগম ও তার ছোট ছেলে শরিফ (২০) এগিয়ে গেলে তাদের মারধোর করেন। পরে তাদের আত্মচিৎকারে প্রতিবেশী ও পথচারীরা এগিয়ে এলে পরিবারের ক্ষতি করার হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা।
রিক্সা চালক ছোমেদ আলী বলেন, বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। ঘরে জামানো ৩৫ হাজার টাকা ও প্রায় ১ ভরি স্বর্ন নিয়ে গেছে। থানায় অপরাধীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। এখন ন্যায় বিচার চাই।
অভিযুক্ত প্রতিবেশীদের সাথে কথা বললে তারা বলেন, আমরা সকলেই রেলের জায়গায় বসবাস করি। হামলা ও লুটপাটের অভিযোগ সম্পুর্ন মিথ্যা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না