বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পড়ে নিখোঁজ হওয়ার ৩ ঘন্টা পর ড্রেজার শ্রমিক জাকির শেখ (২৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে আজ মঙ্গলবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে মোরেলগঞ্জ পৌর এলাকার ষ্টীলব্রীজ সংলগ্ন বারইখালী খালে বালুর জাহাজ থেকে পড়ে নিখোঁজ হয় জাকির শেখ। মরদেহ উদ্ধার হওয়া ড্রেজার শ্রমিক উপজেলার সন্ন্যাসী গ্রামের মৃত রুস্তুম আলী শেখের ছেলে।
ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ড্রেজারে কর্মরত শ্রমিকরা জানান, বালু বহনকারি জাহাজ আনলোড জাহাজের কাছে নোঙর করার সময় দুটি জাজাজে ধাক্কা লাগালে মাথায় আঘাত পেয়ে জাকির খালে পড়ে যায়। জাকির শেখের ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানান, খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি শুরু করে পরবর্তিতে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে দুপুর ২টার দিকে জাকিরের মরদেহ উদ্ধার করে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে নিখোঁজ জাকিরের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এ কর্মকর্তা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না