গজারিয়ায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ৬৪
গজারিয়া, মুন্সিগঞ্জ, প্রতিনিধি:
গজারিয়ার হোসেন্দী এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। মঙ্গলবার, ১৪ মার্চ ভোর রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর এলাকায় এসআই হযরত আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করার সময় পনের পিছ ইয়াবা ট্যাবলেটসহ রুপ চন্দ্র (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী ভবানীপুর সিটি গেট এলাকার মৃত রমেশ চন্দ্র বর্মন এর ছেলে। বর্তমানে সে লস্করদি গ্রামের মহসিন সাহেবের বাড়ীর বাড়াটিয়া। উদ্ধারকৃত-পনের পিস ইয়াবা ট্যাবলেট যাহার মূল্য অনুমান-৪ হাজার ৫ শত টাকা।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ সোয়েব আলী বলেন, রুপ চন্দ্রের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আটককৃত কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।