চুয়াডাঙ্গা পুলিশ লাইন বিদ্যালয়ে শিক্ষা সপ্তাহ ও মা দিবস এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ৫৩
মাহমুদ হাসান রনি:
মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার, ১৩ মার্চ সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মা দিবস এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন প্রধান অতিথি বিভিন্ন ছেলে মেয়েদের মাঝে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে, চুয়াডাঙ্গা পুনকের সভানেত্রী ফরিদা ইয়াসমিন।এছাড়া আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফিরোজুল ইসলাম,স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি এম মনিরুজান, আরআই,মোঃ আমিনুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকমন্ডলী,সম্মানিত অভিভাবক বৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ, স্নেহের শিক্ষার্থী বৃন্দ।