বাগেরহাট প্রতিনিধি:
অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থার রূপান্তরে আয়োজনে বাগেরহাটে স্থানীয় পর্যায়ে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৩মার্চ সকালে বাগেরহাট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীনের সভাপতিত্বে ও অপরাজিতা প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জাতীয় মহিলা সংস্থা বাগেরহাটের চেয়ারম্যান এ্যাডভোকেট শরিফা খানম। ওরিয়েন্টেশনের উদ্দেশ্য ও শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের প্রোগ্রাম সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার সভাপতি এ্যাডভোকেট সীতা রাণী দেবনাথ, মহিলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট লুনা সিদিক্কী। এসময় অন্যানদের মধ্যে বক্তৃতা করেন পৌর কাউন্সিলর তানিয়া খাতুন,আসমা আক্তার, জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো. আতাবুর রহমান টিপু, সদর হাসপাতালের অন স্টোপ ক্রাইস সেল এর সদর মডেল থানার এসআই মমতাজ প্রমুখ ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না