১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
প্রযোজনার পাশাপাশি অভিনয়ে রাকিব শুভ
রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ৬৬
মোজাম্মেল হক লিটন,নোয়াখালী:
প্রযোজনার পাশাপাশি অভিনয়ে মন দিচ্ছে রাকিব হোসের (শুভ)। সম্প্রতি তার প্রোডাক্টশন হাইজ ব্ল হেভেন কমিউনেশন থেকে একক নাটক হ্যালো ম্যাডামের শুটিং শেষ করলেন। এই নাটকে জনপ্রিয় অভিনেতা সাগর মির্জার সাথে বন্ধুর চরিত্র দিয়েই তিনি অভিনয় জগতে পা রাখতে যাচ্ছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আহসান হাবীব সকাল নাটকটিতে অভিনয় করেছেন, সাদিয়া জাহান প্রভা, সুজন হাবিব, সাগর মির্জা, নিলা ইসলাম, সূচনা সিকদার, অনুভব মাহবুব, রাকিব শুভ সহ আরো অনেকই।
তরুন এই প্রযোজক প্রতিবেদককে জানান, এই নাটকটির গল্প একদমই ভিন্ন, গতানুগতিক নাটক থেকে একটু আলাদা। তার বিশ্বাস দর্শকের কাছে এই নাটকটি অধিক জনপ্রিয় হবে। নাটকটি কিছু দিনের মধ্যেই টেলিভিশন এবং সোস্যাল মিডিয়া দেখা যাবে।