১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রামু ৩ টি ইউনিয়ন ৬০ টি গ্রাম বন্ধন সৃষ্টি করলো ওসমান সরওয়ার সেতু

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ৬৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কাজল কান্তি দে,কক্সবাজার:

৩টি ইউনিয়নের ৬০টি গ্রামকে ওতপ্রোতভাবে বন্ধন সৃষ্টি করলো রামুর ওসমান সরওয়ার সেতু। বর্তমান সরকারের বদ্ব্যতায় একসময়ের অজোপাড়ার গাঁ আজ শহরে রূপান্তরিত হলো। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, যোগাযোগ ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নে ঘটালো বাঁকখালীর উপর নির্মিত ওসমান সরওয়ার সেত। রামু কলঘর বাজার-রাজারকুল ইউপি সড়কে বাঁকখালী নদীর ওপর দীর্ঘ ৩৯৯.০০ মিটার সংসদ সদস্য ও রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরী সেতুটি গত ২০২২ সালের ৭ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয়রা জানিয়েছেন, সেতুটি চাকমারকুল-কলঘর বাজার-রাজারকুল দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যে মেইলবন্ধন সৃষ্টি হয়েছে। এতে যাতায়াতে সুবিধা ভোগ করছে রাজারকুলের ৩১টি গ্রাম দক্ষিণ মিঠাছড়ির ২২টি গ্রাম ও চাকমারকুলের ৭টি গ্রাম। এছাড়া কক্সবাজার শহর এবং পার্শ্ববতি ইউনিয়নের জনসাধারণও এর সুফল ভোগ করছে। রাজারকুল ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সুজন চক্রবর্তী জানান, স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমলের অকৃত্রিম মমতায় আজ রামুর ওসমান সরওয়ার সেতু নির্মিত। সেতুটি হওয়ায় রাজারকুলের হাফেজ পাড়া, পালপাড়া, ধরপাড়া, মৌলভীপাড়া, ধরপাড়া। হালদারকুল, সিকদারপাড়া,দক্ষিন সিকদারপাড়া,শর্মাপাড়া, পাহাড়তলী, পঃ নয়াপাড়া, চৌকিদারপাড়া, হাগলিয়াকাটা, ভিলেজারপাড়া, নয়াপাড়া, জলদাশপাড়া, ছাগলিয়াকাটা, কাঠালিয়াপাড়া, দেয়াংপাড়া, বৈদ্যরখিল, শর্মাপাড়া, নাশিরকুল, উত্তরঘোনারপাড়া, দক্ষিন ঘোনারপাড়া, পঞ্চখানা, ঢালারমুখ, হাতিয়ারঘোনা, রামকূট, নাশিরকুল, দক্ষিনপাড়া, হাজীপাড়া, পাহাড়পাড়া, ফুলনীরচর, বড়ুয়াপাড়া, চরপাড়া, হাজীপাড়া, নাইয়াপাড়া সহ পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ উপকৃত হয়েছে। দক্ষিণ মিঠাছড়ি সিরাজুল ইসলাম নামের স্থায়ী বাসিন্দা জানান, এই সেতুটি হওয়ায় দক্ষিণমিঠাছড়ির ২২টি গ্রাম উপকৃত হয়েছে। স্থানীয় চরপাড়া, উমরুচর, ছাদেরপাড়া, কাইম্যারঘোনা, খন্দকারপাড়া, চরেরকূল, ঘোনারপাড়া, ঘাইটাংপাড়া, সিকদারপাড়া, কালা খন্দকারপাড়া, তেতৈয়াপাড়া, বড়ুয়াপাড়া, মগপাড়া, পানেরছড়া, বলিপাড়া, দক্ষিণ মিঠাছড়ি, ফকিরমুরা, সমিতিরপাড়া, পশ্চিম উমখালী, কাজীপাড়া, আজিমুদ্দিনপাড়া, পশ্চিম ধরপাড়া, ঝুনু মাতব্বরপাড়া, পূর্ব ধরপাড়া, মতুর বাপেরপাড়া, করলিয়াহুড়া, আবু বকর পাড়ার কেউ কেউ উখিয়া-টেকনাফ রোড দিয়ে
কিংবা অন্য সড়ক দিয়ে যেতো হতো। কিন্তু সেতুটি হওয়ায় দক্ষিণ মিঠাছড়ির ২২টি গ্রাম কোন না কোনভাবে উপকৃত হয়েছে। চাকমারকুল ইউনিয়নের আলমগীর কবির নামের স্থায়ী বাসিন্দা
জানান,সেতুটি বাঁকখালীর উপর চাকমারকুল ইউনিয়নের উপর দিয়ে নির্মিত হওয়ায় এই ইউনিয়নের ৭টি গ্রাম উপকৃত হয়েছে। সহজ হয়েছে রাজারকুল ও দক্ষিণ মিঠাছড়ির উপর দিয়ে অন্য উপজেলায় যেতে। সেতুটি নির্মিত হওয়ায় উত্ত চাকমারকূল, পশ্চিম চাকমারকূল, জারাইলতলী,পশ্চিম মোহাম্মদপুরা,পূর্ব মোহাম্মদপুরা, শ্রীমুরা, দক্ষিণ চাকমারকুলের স্থানীয় জনগণ আর্থিকভাবেও লাভবান হচ্ছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

রামু ৩ টি ইউনিয়ন ৬০ টি গ্রাম বন্ধন সৃষ্টি করলো ওসমান সরওয়ার সেতু

আপডেট সময় : ০৭:১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কাজল কান্তি দে,কক্সবাজার:

৩টি ইউনিয়নের ৬০টি গ্রামকে ওতপ্রোতভাবে বন্ধন সৃষ্টি করলো রামুর ওসমান সরওয়ার সেতু। বর্তমান সরকারের বদ্ব্যতায় একসময়ের অজোপাড়ার গাঁ আজ শহরে রূপান্তরিত হলো। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, যোগাযোগ ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নে ঘটালো বাঁকখালীর উপর নির্মিত ওসমান সরওয়ার সেত। রামু কলঘর বাজার-রাজারকুল ইউপি সড়কে বাঁকখালী নদীর ওপর দীর্ঘ ৩৯৯.০০ মিটার সংসদ সদস্য ও রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরী সেতুটি গত ২০২২ সালের ৭ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয়রা জানিয়েছেন, সেতুটি চাকমারকুল-কলঘর বাজার-রাজারকুল দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যে মেইলবন্ধন সৃষ্টি হয়েছে। এতে যাতায়াতে সুবিধা ভোগ করছে রাজারকুলের ৩১টি গ্রাম দক্ষিণ মিঠাছড়ির ২২টি গ্রাম ও চাকমারকুলের ৭টি গ্রাম। এছাড়া কক্সবাজার শহর এবং পার্শ্ববতি ইউনিয়নের জনসাধারণও এর সুফল ভোগ করছে। রাজারকুল ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সুজন চক্রবর্তী জানান, স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমলের অকৃত্রিম মমতায় আজ রামুর ওসমান সরওয়ার সেতু নির্মিত। সেতুটি হওয়ায় রাজারকুলের হাফেজ পাড়া, পালপাড়া, ধরপাড়া, মৌলভীপাড়া, ধরপাড়া। হালদারকুল, সিকদারপাড়া,দক্ষিন সিকদারপাড়া,শর্মাপাড়া, পাহাড়তলী, পঃ নয়াপাড়া, চৌকিদারপাড়া, হাগলিয়াকাটা, ভিলেজারপাড়া, নয়াপাড়া, জলদাশপাড়া, ছাগলিয়াকাটা, কাঠালিয়াপাড়া, দেয়াংপাড়া, বৈদ্যরখিল, শর্মাপাড়া, নাশিরকুল, উত্তরঘোনারপাড়া, দক্ষিন ঘোনারপাড়া, পঞ্চখানা, ঢালারমুখ, হাতিয়ারঘোনা, রামকূট, নাশিরকুল, দক্ষিনপাড়া, হাজীপাড়া, পাহাড়পাড়া, ফুলনীরচর, বড়ুয়াপাড়া, চরপাড়া, হাজীপাড়া, নাইয়াপাড়া সহ পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ উপকৃত হয়েছে। দক্ষিণ মিঠাছড়ি সিরাজুল ইসলাম নামের স্থায়ী বাসিন্দা জানান, এই সেতুটি হওয়ায় দক্ষিণমিঠাছড়ির ২২টি গ্রাম উপকৃত হয়েছে। স্থানীয় চরপাড়া, উমরুচর, ছাদেরপাড়া, কাইম্যারঘোনা, খন্দকারপাড়া, চরেরকূল, ঘোনারপাড়া, ঘাইটাংপাড়া, সিকদারপাড়া, কালা খন্দকারপাড়া, তেতৈয়াপাড়া, বড়ুয়াপাড়া, মগপাড়া, পানেরছড়া, বলিপাড়া, দক্ষিণ মিঠাছড়ি, ফকিরমুরা, সমিতিরপাড়া, পশ্চিম উমখালী, কাজীপাড়া, আজিমুদ্দিনপাড়া, পশ্চিম ধরপাড়া, ঝুনু মাতব্বরপাড়া, পূর্ব ধরপাড়া, মতুর বাপেরপাড়া, করলিয়াহুড়া, আবু বকর পাড়ার কেউ কেউ উখিয়া-টেকনাফ রোড দিয়ে
কিংবা অন্য সড়ক দিয়ে যেতো হতো। কিন্তু সেতুটি হওয়ায় দক্ষিণ মিঠাছড়ির ২২টি গ্রাম কোন না কোনভাবে উপকৃত হয়েছে। চাকমারকুল ইউনিয়নের আলমগীর কবির নামের স্থায়ী বাসিন্দা
জানান,সেতুটি বাঁকখালীর উপর চাকমারকুল ইউনিয়নের উপর দিয়ে নির্মিত হওয়ায় এই ইউনিয়নের ৭টি গ্রাম উপকৃত হয়েছে। সহজ হয়েছে রাজারকুল ও দক্ষিণ মিঠাছড়ির উপর দিয়ে অন্য উপজেলায় যেতে। সেতুটি নির্মিত হওয়ায় উত্ত চাকমারকূল, পশ্চিম চাকমারকূল, জারাইলতলী,পশ্চিম মোহাম্মদপুরা,পূর্ব মোহাম্মদপুরা, শ্রীমুরা, দক্ষিণ চাকমারকুলের স্থানীয় জনগণ আর্থিকভাবেও লাভবান হচ্ছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন