০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

পীরগঞ্জে এসিল্যান্ড পদ শূন্য, বিড়ম্বনায় ভূমি মালিকরা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ৬০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) পদটি শূন্য রয়েছে। জনগুরুত্বপূর্ণ এ পদটি শূন্য থাকায় ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। এ উপজেলায় প্রায় চার লাখ মানুষের বসবাস হওয়ায় অবিলম্বে পদটি পূরণের দাবি জানিয়েছেন এ উপজেলার ভূমি মালিকেরা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ সেপ্টেম্বর থেকে এখনও এ উপজেলায় নতুন কোনো এসিল্যান্ড নিয়োগ দেয়া হয়নি। ফলে উপজেলার জমি সংক্রান্ত জনগুরুত্বপূর্ণ কার্যক্রম, জমির নামজারী (খাজনা-খারিজ) এবং জমিজমা সংক্রান্ত কাজে আসা মানুষদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।

ভূক্তভোগীরা জানান, এসিল্যান্ড পদ শূণ্য থাকায় বর্তমান ইউএনও শাহারিয়ার নজির অনেক সময় প্রশাসনের কাজে ব্যস্ত থাকার কারণে ১৫ দিনের খারিজ দুই মাসের অধিক সময় লাগে। এ কারণে বিভিন্ন প্রকার ফাইল দীর্ঘদিন ধরে আটক থাকে। তাছাড়া ভূমি অফিসটির স্বাভাবিক কাজকর্মে নানান জটিলতার মধ্যে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক কার্যক্রম।

জমি সংক্রান্ত কাজে আসা জয়কৃষ্টপুর গ্রামের জাকারিয়া হোসেন জানান, আমি গত কয়েক মাস ধরে নামজারী (খারিজ) ও জমিজমা সংক্রান্ত কাজে দিনের পর দিন ঘুরছি এসিল্যান্ড না থাকায় আমার কাজও সম্পন্ন হচ্ছে না।

এদিকে উপজেলার সচেতন মহলের দাবি উপজেলার জনগণের ভোগান্তির কখা বিবেচনা করে অতি দ্রুত উর্ধতন কর্তৃপক্ষ এ উপজেলায় এসিল্যান্ড সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দিবেন।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার নজির বলেন, এসিল্যান্ড না থাকায় আমার উপরে অনেক চাপ। একজন এসিল্যান্ড নিয়োগ দিলে খুব ভালো হতো। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডিসি স্যারের মাধ্যমে জানিয়েছি এসিল্যান্ড নিয়োগ দেয়ার বিষয়ে। শীঘ্রই এই সমস্যা সমাধান হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পীরগঞ্জে এসিল্যান্ড পদ শূন্য, বিড়ম্বনায় ভূমি মালিকরা

আপডেট সময় : ০৭:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) পদটি শূন্য রয়েছে। জনগুরুত্বপূর্ণ এ পদটি শূন্য থাকায় ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। এ উপজেলায় প্রায় চার লাখ মানুষের বসবাস হওয়ায় অবিলম্বে পদটি পূরণের দাবি জানিয়েছেন এ উপজেলার ভূমি মালিকেরা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ সেপ্টেম্বর থেকে এখনও এ উপজেলায় নতুন কোনো এসিল্যান্ড নিয়োগ দেয়া হয়নি। ফলে উপজেলার জমি সংক্রান্ত জনগুরুত্বপূর্ণ কার্যক্রম, জমির নামজারী (খাজনা-খারিজ) এবং জমিজমা সংক্রান্ত কাজে আসা মানুষদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।

ভূক্তভোগীরা জানান, এসিল্যান্ড পদ শূণ্য থাকায় বর্তমান ইউএনও শাহারিয়ার নজির অনেক সময় প্রশাসনের কাজে ব্যস্ত থাকার কারণে ১৫ দিনের খারিজ দুই মাসের অধিক সময় লাগে। এ কারণে বিভিন্ন প্রকার ফাইল দীর্ঘদিন ধরে আটক থাকে। তাছাড়া ভূমি অফিসটির স্বাভাবিক কাজকর্মে নানান জটিলতার মধ্যে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক কার্যক্রম।

জমি সংক্রান্ত কাজে আসা জয়কৃষ্টপুর গ্রামের জাকারিয়া হোসেন জানান, আমি গত কয়েক মাস ধরে নামজারী (খারিজ) ও জমিজমা সংক্রান্ত কাজে দিনের পর দিন ঘুরছি এসিল্যান্ড না থাকায় আমার কাজও সম্পন্ন হচ্ছে না।

এদিকে উপজেলার সচেতন মহলের দাবি উপজেলার জনগণের ভোগান্তির কখা বিবেচনা করে অতি দ্রুত উর্ধতন কর্তৃপক্ষ এ উপজেলায় এসিল্যান্ড সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দিবেন।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার নজির বলেন, এসিল্যান্ড না থাকায় আমার উপরে অনেক চাপ। একজন এসিল্যান্ড নিয়োগ দিলে খুব ভালো হতো। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডিসি স্যারের মাধ্যমে জানিয়েছি এসিল্যান্ড নিয়োগ দেয়ার বিষয়ে। শীঘ্রই এই সমস্যা সমাধান হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন