রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনায় জাতীয় পার্টির সদর উপজেলা ও পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নেত্রকোনা পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে রবিবার বিকালে জাতীয় পার্টির সদর উপজেলা ও পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা পৌর শাখার আহ্বায়ক ফারুক ইয়ার খান কাজলের সঞ্চালনায় সদর জাতীয় পার্টির আহ্বায়ক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন- জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভুইয়া, সালাহ উদ্দিন মুক্তি, জাহাঙ্গীর আহমেদ, সাবেক এমপি গোলাম রব্বানী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসমা আশরাফ ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান আরজু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেত্রকোনা -ময়মনসিংহ জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম (এমপি) বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। নির্বাচনের জন্য নেতাকর্মীদের তৈরি হতে হবে। আগামীর সরকার হবে জাতীয় পার্টির সরকার। সরকারি দল প্রভাব বিস্তার করে নির্বাচন করবে, এটা ভুলে যেতে হবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সার ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। তেমনি এ দেশের জনগণ আস্থা হারিয়েছে বিএনপির প্রতিও।
বিএনপি ও আওয়ামী লীগ সরকার হুসেইন মুহম্মদ এরশাদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ দেশে যতদিন জাতীয় পার্টির উন্নয়ন থাকবে, ততদিন এরশাদ মানুষের মধ্যে বেঁচে থাকবেন। দেশ স্বাধীন হলেও বৈষম্য থেকে মুক্তি পায়নি। দেশে দুর্নীতি চরমভাবে বিস্তার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। মানুষের আয় কমে যাচ্ছে। বেকার সমস্যা বাড়ছে। দেশে গণতন্ত্র না থাকলে দুর্নীতি হয়। এখন দেশে গণতন্ত্র ও সুশাসন কোনোটাই নাই। সন্মেলনে মোনায়েম আকবরীর নেতৃত্বে বারহাট্টা উপজেলার ২০ নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না