মোক্তার হোসেন:
দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী লালুয়া বাগালী মোশাররফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। আজ সকাল দশটায় আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ের মাঠে সভাপতি আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমাউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত , গীতাপাঠ ও জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম শফিকুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ কয়রা খুলনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান,এ বি এম এস দোহা অফিসার ইনচার্জ কয়রা থানা খুলনা,ড,চয়ন কুমার রায় অধ্যক্ষ খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজ,জি এম মোহসিন রেজা সভাপতি কয়রা উপজেলা আওয়ামীলীগ, জাফরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক কয়রা উপজেলা আওয়ামীলীগ,আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ গাজী ইউপি চেয়ারম্যান বাগালী ইউনিয়ন পরিষদ,এস এম বাহারুল ইসলাম চেয়ারম্যান সদর ইউনিয়ান কয়রা।
প্রধান অতিথি আক্তারুজ্জামান বাবু বলেন, আমি আমার নির্বাচনী এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আপনাদের দাবি পূরণ করতে চেষ্টা করব।ঘুগরাকাটি বাজার থেকে বাগালী পর্যন্ত খানা খন্দকের রাস্তা দিয়ে আমি এসেছি। এটা আমার মাথায় আছে। তিনি আশ্বাস দেন আমি দ্রুত রাস্তা সংস্কার করার চেষ্টা করব।তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
কয়রা থানা ইনচার্জ এবিএমএস দোহা, তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানসিক, শারীরিক ও ত্যাগের বুনিয়াদে অর্জিত শিক্ষা তোমাদের ভবিষ্যতের দেশ গঠনের সহায়ক হয়ে উঠবে। তাই তোমাদের উঠিৎ সকলকে সন্মান দিতে হবে শিক্ষকদের মূল্যায়ন করে সুশিক্ষিত নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য তাহমিদুল ইসলাম, তিনি বলেন ঘুগরাকাটি হতে বাগালী লঞ্চঘাট পর্যন্ত রাস্তার দূর্ভোগ পোহাতে হচ্ছে। চলাচলের অনুপযোগী রাস্তার চিত্র তুলে ধরেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই রাস্তাটি দিয়ে বর্ষা মৌসুমে চলাচল করতে অনেক দূরাবস্থার শিকার হতে হয়, মূমূর্ষ রোগীর দ্রুত সেবা প্রদানের জন্য স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটি অনুপযোগী হয়ে পড়েছে। মাননীয় সংসদ সদস্যদের কাছে রাস্তাটি অচিরেই সংস্কার করার জন্য দাবি রাখেন।
প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দবলেন, আমাদের বিদ্যালয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ণ করে অধিকাংশ শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে আসে বর্ষা মৌসুমে অনেক দূর্ঘটনায় পড়ে বই পুস্তক সহ কাঁদা মাটিতে পড়ে যায়। চরম দূর্ভোগে পড়ে তারা। তাই মাননীয় সংসদ সদস্যের কাছে রাস্তাটি সংস্কারের দাবি করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমাদী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু নির্মল কুমার দাস, বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে মাননীয় সংসদ সদস্য প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,ও বিদ্যালয়ের অবকাঠামো পরিদর্শন করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না