০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ, ঘটনাস্থলে রাজশাহীর মেয়র
রিপোর্টার
- আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ৫৭
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে বিনোদপুর বাজারের ব্যবসায়ীদের সংর্ঘষের ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিনোদপুর বাজারে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন রাসিক মেয়র। এ সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং অনাকাঙ্খিত ঘটনাটি শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানান।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনিসুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।