মান্নান সরকার তারাকান্দা:
ময়মনসিংহ নেত্রকোনা সড়কে তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকায় কাভার্ড ভ্যান সিএনজি ও মটসাইকেলে মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৯ জন।
শনিবার (১১মার্চ) সকাল অনুমান ১০ টার দিকে ময়মনসিংহ নেত্রকেনা সড়কে কাশিগঞ্জ বাজার এলাকায় সাধুপাড়া নামক স্হানে একটি কাভার্ড ভ্যানের সাথে সিএনজি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি ও মোটরসাইকেলের থাকা যাত্রীদের মধ্যে ১ জন নিহত ও ৯ জন গুরুতর আহত হয়েছে। ধুমড়ে মুছড়ে যাওয়া একটি সিএনজি রাস্তায় এবং অপর একটি সিএনজি ও কাভার্ড ভ্যান ধান ক্ষেতে উল্টে পড়ে আছে ।পরে স্হানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। হাসপাতালে নেওয়ার পর আনসার সদস্য ১জন নিহত হয়েছে। নিহত আনসার সদস্য ফুলবাড়িয়া উপজেলার ধামড় গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে মঞ্জুরুল হক।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক আহতদের মধ্যে এক আনসার সদস্য মৃত ঘোষণা দেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না