তারাকান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
- আপডেট সময় : ০৯:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ৬৭
মান্নান সরকার তারাকান্দা:
স্মার্ট বাংলাদেশ প্রত্যয় ,দুর্যোগ প্রস্তুতি সবসময় “এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে র্যালী করা হয়।
পড়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকারিয়া আলম’র সঞ্চালনায় ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার,প্রেসক্লাব সভাপতি নাজমুল হক, বিশিষ্ট আওয়ামীলীগ লীগ নেতা হাসানুল হক মন্ডল,প্রকল্প বাস্তবায়ন আফিসের
উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, অফিস সহকারি শরীফ আহমেদ, তানভীর আহমেদ সোহেল ও দৈনিক ভোরের কাগজ তারাকান্দা প্রতিনিধি (সাংবাদিক) সাগর তালুকদার,যায় যায়দিন তারাকান্দা প্রতিনিধি সোহেল রানা, আমাদের নতুন সময় তারাকান্দা প্রতিনিধি শামীম হোসাইন ও আমার সংবাদ পত্রিকার তারাকান্দা প্রতিনিধি প্রমূখ।
স্বাগত বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম বলেন,দুর্যোগ মোকাবেলায় সরকার নানা প্রদক্ষেপ নিয়েছেন,মাঠ প্রর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। তারাকান্দায় ইতি মধ্যে কাকনী ও কামারিয়া ইউনিয়নে বজ্রপাত মোকাবেলায় ২ টি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে।