মোহাম্মদ আলী, রামগঞ্জ:
লক্ষ্মীপুরের রামগঞ্জে জমকালো আয়োজনে স্বপ্নচূড়া ফাউন্ডেশন কতৃক আয়োজিত স্বপ্নচূড়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৯ মার্চ সকালে উপজেলার আউগানখিল চতলা বাজার মাঠে বর্ণাঢ্য এই আয়োজন করা হয়। এই আয়োজনকে ঘিরে তরুণ ক্রীড়াপ্রেমীদের মেলা বসে রামগঞ্জে। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে সকাল থেকে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।
সকালে স্বপ্নচূড়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় চন্ডিপুর একাদশ স্পোর্টিং ক্লাব ও দক্ষিণ নারায়নপুর নবীন ক্লাব। দক্ষিণ নারায়নপুর নবীন ক্লাব নির্ধারিত ১৮ ওভারে ১৮৬ রান করে। বিশাল এই স্কোর হাতে নিয়ে বিজয় লাভ করে চন্ডিপুর একাদশ স্পোর্টিং ক্লাব। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।
স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি মাহাবুব রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহমেদ, ইউপি চেয়ারম্যান ও স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উপদেষ্টা স্যামছুল ইসলাম সুমন, পৌর কাউন্সিলর ও ফাউন্ডেশনের উপদেষ্টা রাশেদুল হাসান, পৌর কাউন্সিলর ও ফাউন্ডেশনের উপদেষ্টা মেহেদী হাসান সুমন, যুবলীগ নেতা ও ফাউন্ডেশনের উপদেষ্টা কামরুল হাসান মাসুম, সহ-সভাপতি আরমান রাসেল প্রমূখ। প্রসঙ্গত, স্বপ্নচূড়া ফাউন্ডেশন ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর খেলা ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে সংগঠনটি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না