আশরাফুল হক, লালমনিরহাট:
বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে অপহরণের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেও সন্ধান পাননি তার পরিবার। অপহৃত প্রতিবন্ধী আব্দুর রহিম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।
অভিযোগে জানা গেছে, নিজের ও স্ত্রীর প্রতিবন্ধি ভাতায় চলে আব্দুর রহিমের সংসার। তার প্রতিবেশী মতিয়ার রহমান, মমিনুল হক, শহিদুল ইসলাম ও নুর আমিন মিলে প্রতিবন্ধি আব্দুর রহিমকে ফরিদপুরের জাকের মঞ্জিলে নেয়ার কথা বলে গত ১৭ ফেব্রুয়ারি ডেকে নেন। ওই দিন একটি বাস যোগে অন্যদের সাথে রহিমকেও নেয়া হয়। এরপর গত ২১ ফেব্রুয়ারি সকলেই বাড়ি ফিরলেও প্রতিবন্ধি আব্দুর রহিম ফেরেনি।
তার সন্ধান দাবি করলে মতিয়ার, মমিনুল গংরা নিখোঁজ প্রতিবন্ধী পরিবারকে গালিগালাজ করেন।
এ ঘটনায় নিখোঁজ আব্দুর রহিমকে অপহরণ করা হয়েছে দাবি করে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভাই আব্দুর রশিদ। এদিকে, অভিযোগ দায়েরের তিন দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান বা অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোন ধরনের পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এ বিষয়ে আদিতমারী থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোজাম্মেল হক বলেন, ফরিদপুরে জাকের মঞ্জিলে লক্ষ লক্ষ লোকের ভিড়ে তিনি পথ ভুলে নিখোঁজ হতে পারেন। তবে সব বিষয়ে গুরুত্ব দিয়ে অভিযোগটি তদন্ত করা হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না